এটা বুঝতে হলে আপনাকে প্রথমে শেল থিউরিয়াম বুঝতে হবে। এই তত্ত্ব মতে আপনি যখন কোন গোলকের পৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে যাবেন তখন আপনি গোলকের ভেতর যে বিন্দুতে আছেন কেন্দ্র হতে ওই বিন্দু পর্যন্ত হিসেব হবে, আপনার অবস্থান থেকে পৃষ্ঠ পর্যন্ত দুরুত্বের ওইটুকু হিসেবে আসবে না।( ব্যাপার টা লিখে বুঝানো মুশকি। আপনি একটু খাতায় গোলক আকায়ে ভিজ্যুয়ালাইজ করার চেষ্টা কইরেন।)
তো আমরা যখন ভূপৃষ্ঠথেকে নিচে নামি তখন কেন্দ্র থেকে আমাদের দুরুত্ব কমতে থাকে, আর দুরুত্বের সাথে গ্র্যাভিটি ব্যাস্তানুপাতীক সেই হিসেবে ত্বরন বাড়ার কথা। কিন্তু শেল থিউরিয়ামের জন্যে তা হয় না। তো আপনি ভূপৃষ্ঠর ভেতরে যে বিন্দুতে আছেন কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত যত ভর আছে তা গ্রাভিটির হিসেবে আসবে কিন্তু আপনার অবস্থান থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে ভর আছে তা হিসেবে আসবে না। তো দেখা যাচ্ছে যে আপনি যখন পৃথিবীরকেন্দ্রের দিকে যান তখন রেডিয়াস কমার সাথে সাথে ভরও কমে যায়। যার ফলে অভারল গ্রাভিটিও কম হয়।
আর একটা তথ্য দেই, গ্র্যাভিটির এই হ্রাসটা হবে লিনিয়ার, যার কারন এর ইকুয়েশন থেকে সহজে বোঝা যায়।